বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজিবপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল উদ্যোগে সোমবার মৌন মিছিল ও স্মরনসভা আয়োজন করে।
উক্ত মৌন মিছিল ও স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব, নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ ও তারিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হান্নান ও সাধারণ সম্পাদক করিম।
স্মরনসভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা হাবিব,সহ আরো অনেকে।
এসময় শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।পরিশেষে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পলাশ মাহমুদের সমাপনী বক্তব্যের মাধ্যমে ওই মৌন মিছিল ও স্মরণসভা সমাপ্তি হয়।