খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ফলজ ও ঔষধী গাছ রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চলনায় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা আবুল বাশার ডাবলু মঞ্জুর মোর্শেদ। যুব দল নেতা ইছানুর রহমান,আকবর হোসেন, আনারুল ইসলাম (ডাবলু),মাসুদুর রহমান,দেলোয়ার হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন,মাশরাফি মেহেদী হাসান,মিনারুল ইসলাম অয়েজ কুরুনী, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর, মিলন, আশিকুজ্জামান, আঃ সালাম প্রমুখ। এ সময় বিএনপি তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।