আগামী ৯ অক্টোবর জেলার গৌরনদী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদের নির্বাচনকে সামনে রেখে পেশাজীবী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ একটি রেস্তোরায় চেয়ারম্যান পদের প্রার্থী সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোকন আহম্মেদ হীরা, মণীষ চন্দ্র বিশ্বাস, কাজী আল-আমিন, সৈয়দ নকিবুল হক প্রমুখ। সভায় উপজেলা ও জেলাপর্যায়ের কর্মরত প্রায় ৩০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।