কয়েকদিন আগে টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটিয়ে উঠতে না উঠতেই গেলো দুদিনের অনবরত বৃষ্টিতে আবারও যেনো পানের বরজ নিয়ে বন্যার মধ্যে ঢুবে আছেন পানচাষী আলী আশরাফ। কষ্টে দুঃখে এমন ক্ষতির পরিস্থিতিতে বড় লোকশানের আশঙ্কায় কান্নায় ভেঙ্গে পড়েন এ চাষী।
৬ অক্টোবর রোববার বিকালে তিনি তার পানের বরজের এই ক্ষতির কথা তুলে ধরেন।
আলী আশরাফ বলেন, ঋণ নিয়ে বহু কষ্টে পানের বরজ টিকিয়ে রেখেছি। এমন টানা বৃষ্টিতে আমার সবশেষ। পরিবারের সবাই অনেকটা ভেঙ্গে পড়েছে। আমি সবার কাছে দোয়া চাই যেনো এই ক্ষতি পুষিয়ে উঠতে পারি।
একই কথা জানালেন হাইমচরের ছোট লক্ষীপুর, কমলাপুর, চরভাঙ্গা গ্রামের পানচাষীরাও। তারা জানান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পানের আবাদ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পানের লতা পচতে শুরু করেছে। এর আগেও অনেক পানের লতা পঁচে শুকিয়ে গেছে।
স্থানীয় পান চাষী মিজান পাটোয়ারী ও আজিজ মিয়া বলেন, পানি জমে থাকলে পানের লতাগুলোর গোড়া পঁচে শুকিয়ে যায়। শুধু লতাই নয় বরং এরসাথে খুটি, পইরান, বাঁশ, বাজালি সবগুলো পচে যাচ্ছে সংরক্ষণ করার জায়গা পাঁচ্ছি না। পানির নিষ্কাশন ব্যবস্থা দুর্বল থাকায় কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করছি।
তারা আরও বলেন, পানের আবাদ নতুন করে শুরু করতে পানের লতার প্রয়োজন হবে। এখানে এক পণ লতার দাম সাড়ে ছয় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা। পানের লতার এমন অধিক মূল্যে আমরা নতুন করে যে চাষাবাদ করবো সে স্বপ্ন গুরেবালি।
এ বিষয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাকিল খন্দকার বলেন, হাইমচরে কৃষি খাতে এর আগের জলাবদ্ধতায় প্রায় ১২ কোটি ৮৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আবার বৃষ্টিতে নতুন করে পান চাষীদের ক্ষয়ক্ষতির তথ্য পাঁচ্ছি। আমরা দ্রুত তা পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির তথ্য উপর মহলে পাঠাবো। আর নতুন করে পানের লতা আনতে আমরা কিছু করার চেষ্টা করবো।