গাইবান্ধার সাঘাটায় শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ অক্টোবর সাঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ঠান্ডার সভাপতিত্বে ও সদস্য সচিব আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম কুমার চন্দ, সাধারন সম্পাদক দোলন বকসী, প্রকাশ কর্মকার, প্রভাত কুমার বর্মণ, প্রফুল্ল কুমার সিংহ, সাংবাদিক আনোয়ার হোসেন রানা, সিরাজুল ইসলাম, আবদুল মাজেদ মন্ডল রাঙ্গা, শেখ সাদী প্রমূখ। অপরদিকে গতকাল ৭ অক্টোবর হলদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ওয়ার্ড নেতা-কর্মিদের নিয়ে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আবদুল মমিন, আবু বক্কর সিদ্দিক, মোজাম্মেল হক বেলাল হোসেন প্রমুখ।