সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে মেছড়দিয়া মোড় বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির নভাপতরাকিব হোসেন চৌধুরি ইরানের সভাপতিত্বে, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদি হাসান মন্নুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম নাসির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আলীম মানিক, বিএনপি নেতা ইয়াসিন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভির হোসেন শিমুল, স্বেচ্চসেবক দলের উপজেলা সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন প্রমুখ।