রাজশাহীর বাঘায় ছাগল-ভেড়ার খুরা রোগের টিকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামের কছিম মাষ্টারের বাড়ির আঙ্গিনায় বিনামূল্যে এই টিকা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এক বছর মেয়াদি খুরা রোগের (পিপিআর) ১ সেপ্টেম্বর হতে ১৮ অক্টোবর পর্য়ন্ত বিনামূল্যে সারাদেশে ছাগল ও ভেড়ার পিপিআর খুরা রোগের টিকা প্রদান ক্যাম্প চলবে। পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এটার বাস্তবায়ন করে।
ভ্যাকসিন প্রদানের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভ্যাকসিনেটর কবিরুল ইসলাম ও আজিবার রহমান।
১ অক্টোবর হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাউসা ইউনিয়নে ৫ হাজার ৮০টি ছাগল ও ভেড়ার টিকা প্রদান করা হয়েছে।