এবার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় হিন্দু ধর্মীয় ১২৩টি শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ব্যাপক উৎস উদ্দীপনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ১২৩টি মন্দিরে হিন্দু ধর্মীয় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মন্দিরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সরকারী ভাবে ৫শ কেজি করে চাল অনুদান দেওয়া হচ্ছে। সেই সাথে পূজা মন্দির গুলো নিরাপত্তার জন্য ৭৯৪ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে নতুন ভক্ত মালিথিয়া গ্রামের বারোয়ারী মন্দিরের সভাপতি হারাধন কুমার কুন্ডু জানান ইতোমধ্যে প্রতিমা নির্মাণের ৯০ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। আজ রাত থেকেই প্রতিমার রঙের কাজ শুরু হবে। এ বিষয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ দার জানান, পূজার মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ২৫ টি মন্দিরে আজ থেকেই আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং আগামীকাল থেকে বাকি মন্দিরগুলোতে আনসার সদস্যদের মোতায়েন করা হবে।