স্বর্ণ চোরা চালানের হোতাদের কবলে পরে প্রতারিত হচ্ছেন সহজ সড়ল অনেক প্রবাসী। প্রবাসী অধ্যুষিত সিলেটের অধিকাংশ মানুষ প্রবাস জীবনে পাড়ি জমান একটু সুখের আশা করে। কিন্তু স্বদেশী প্রতারককের কবলে পরে সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত হয় অনেকে। এমন এক প্রতারণার ফাঁদে পরে দুবাই ফেরত হোসাইন আহমদ দেড়মাস যাবৎ জেল হাজতে আছেন। শুধু হোসাইন আহমদ নয় সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে প্রায়ই ঘটছে স্বর্ণ চোরাচালানের আটকের ঘটনা।
আজ (৭অক্টোবর সোমবার) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের গোড়ামারাকান্দি গ্রামের বাসিন্দা হোসাইন আহমদের পিতা নুরুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কষ্টের সংসারে একটু সুখের আশায় ছেলেকে গত জুলাই মাসে ভিজিট ভিসায় প্রবাসে পাঠান। দুবাই পৌছানোর পর নিয়মনীতি মেনে ওয়ার্কপারমিট ভিসার আবেদন করেন এবং ওয়ার্কপারমিট ভিসা পাওয়ার পর বৈধভাবে সেখানে কাজে যোগদান করে ছেলে হোসাইন আহমদ। হঠাৎ বাংলাদেশে অবস্থানরত মায়ের অসুস্থার খবর পেয়ে ছুটি নিয়ে মাকে দেখার জন্য দেশে আসার প্রস্তুতি নেয়। তখন, দুবাই বসবাসরত একই এলাকার বাসিন্দা সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ছগাম গ্রামের রফিক আহমদের ছেলে শাহনুর তাকে একটি ব্যাগ সমজিয়ে দিয়ে বলেন, এই ব্যাগটিতে শাহনুরের গ্রামের বাড়ির জন্য কিছু মালামাল আছে এবং সিলেট বিমান বন্দরে অপেক্ষায় থাকা একজন ব্যক্তি ব্যাগটি গ্রহন করবে। একটু কষ্ট করে যেন তাকে ব্যাগটি পৌছে দেওয়া হয়।
দুবাইর সারজাহ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি ২৫২ যোগে ২৮ আগস্ট সকাল ৮.২০ মিনিটে সিলেট এমএজি ওসামনী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছায়। এবং ঐ ব্যাগে থাকা ১০৫টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের চাকপিন্ড (যার অনুমান মূল্য ১ কোটি টাকা) সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন হোসাইন আহদম (২০)।
সংবাদ সম্মেলনে ৬ সন্তানের বাবা নুরুল ইসলাম জানান, তার ছেলে হোসাইন আহমদ দেশে আশার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিমান বন্দরে অপেক্ষা করেন এবং তাদের সামনেই হোসাইন আহমদ ইমিগ্রেশন শেষ করে বের হলেও আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোষাকের সদস্যরা পুনরায় ভিতরে নিয়ে যান। বিমান বন্দর থানায় হওয়া মামলায় (নং ১৫/১৭৫) বর্তমানে হোসাইন আহমদ জেল হাজতে রয়েছেন। নির্দোষ ছেলের মুক্তির জন্য সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার বরাবরে লিখিত আবেদনও জানিয়েছেন নুরুল ইসলাম।