দু-চোঁখ অন্ধ। কিছু দেখেন না, অন্যের সাহায্যে চলাফেরা করাও দুষ্কর। কিন্তু নিজের চোঁখ অন্ধ হলেও প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে প্রধান শিক্ষকের চেয়ার দখলে রেখেছেন এক প্রধান শিক্ষক। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে চাকুরীতে দিব্বি বহাল রয়েছেন উপজেলার জামিরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানা। দীর্ঘ ৪ বছর ধরে এ অবস্থা চলে আসলেও জেনেও কোন পদক্ষেপ নেয়নি উপজেলা শিক্ষা অফিস। ফলে ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের পাঠদানসহ সার্বিক কর্মকান্ড। এ নিয়ে এলাকাবাসী ও শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। যেন দেখার কেউ নেই!
অভিযোগে জানা গেছে, উপজেলার জামিরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানা ২০০০ সালে অসুস্থ্যতা জনিত কারণে দু-চোখের আলো হারিয়ে ফেলেন। এরপর তিনি দেশে এবং ভারতে চিকিৎসা চালানোর পরও চোখের আলো ফিরে পাননি। তখন থেকে তিনি প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে উপজেলার ওমর খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেও স্থানীয় এলাকাবাসীর চাঁপের মুখে ওই বিদ্যালয় হতে বদলী নিয়ে ২০২৩ সালের ৯ আগস্ট নিজ বাড়ি এলাকায় জামিরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে এ বিদ্যালয়ে তিনি শুয়ে-বসে দিন পার করছেন। তার চলাফেরা, স্কুলে নিয়ে যাওয়া-আসার জন্য মাসিক ৫ হাজার টাকা বেতনে নিয়োগ দেয়া হয়েছে তুষার নামে এক শিক্ষার্থীকে।
সম্প্রতি সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের কোলাহল। এ সময় জানতে চাইলে ৫ শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, হেড স্যার চোখে দেখে না। তাই ক্লাসও নেন না। তার বদলে তুষার স্যার ক্লাস নেন। ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার বলেন, মাঝে মাঝে হেড স্যার ক্লাসে এসে শুধু কবিতা মুখস্থ করতে বলে চলে যান। বিদ্যালয়ের অন্য শিক্ষকরা প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানার বিষয়ে কথা বলতে নারাজ। তাদের ভাষ্য, আপনারা এসেছেন, কথা বলে দেখে যান।
স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমান, সেকেন্দোর আলী বলেন, ৪ বছর ধরে তিনি অন্ধ, অন্যের সাহায্যে ছাড়া চলতে পারেন না। অথচ বিদ্যালয়ে তার দাপট চরমে। তিনি প্রায়ই দিন অনেক দেরিতে বিদ্যালয়ে আসে এবং অফিসে কাজ আছে বলে চলে যান। প্রতিদিন অফিস কাজ থাকে, এটা কেমন কথা।
সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, উপজেলা শিক্ষা অফিসার (টিও) এবং সহকারি শিক্ষা অফিসার (এটিও)কে ম্যানেজ করে তিনি চাকুরী বাঁচিয়ে রেখেছেন। তারা রানা মাষ্টারের মাসিক বেতন ভাগ বাটোয়ারা করে খান। তাই বিষয়টি জেনেও কোন ব্যবস্থা নিচ্ছেন না। এই যুগে এসেও অন্ধরা রাম-রাজত্ব করছে, এটাই ভাববার বিষয়!
জানতে চাইলে প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানা বলেন, আমি অফিসিয়ালি আন ফিট। কিন্তু মানবতার দিকে ফিট। চোঁখে দেখিনা তো কি হয়েছে, কোন কাজ তো পড়ে থাকে না।
বিদ্যালয়টির তদারকির দায়িত্বে থাকা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মোজাম্মেল হক বলেন, তিনি অনেক দিন থেকে চোঁখে দেখেন না, এটা জেনেছি। এর আগের অফিসাররাও কিছু বলেনি, তাই আমিও কিছু বলিনি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, আমি বিষয়টি জানার পর তাকে সব কাগজপত্র জমা দিতে বলেছি। কিন্তু তিনি দেয়নি। লিখিত নোটির্শ না দিয়ে মৌখিক নিদের্শ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরিচিত, তাই চিঠি দেইনি।
জানতে চাইলে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানি না। উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।