ইন্দুরকানীতে মেধাবী বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে মৌন মিছিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই আয়োজন করা হয়। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে মৌন মিছিলটি প্রদক্ষিন করে কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে স্বরণ সভায় কলেজ শাখা সভাপতি মোঃ বরকত উল্লাহ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল-আমিন হোসেন,সদস্য সচিব মোঃ সাদিকুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম,কলেজ যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আসাদুল ইসলাম বাবু,মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।