শেরে বাংলা ডিগ্রি কলেজের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে নবগঠিত এডহক কমিটির সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শেরে বাংলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব গঠিত এডহক কমিটির সভাপতি রুনা গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোল্লা মো: আবদুল্লাহ,উপজেলা বিএনপির সদস্য সচিব ও শেরে বাংলা ডিগ্রি কলেজ বিদ্যুৎসাহী সদস্য আহসান হাবীব ঠান্ডা, শেরে বাংলা ডিগ্রি কলেজে প্রভাষক আক্কাস আলী, প্রভাষক শেখ মঈনুদ্দিন, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান অপু, যুবদল সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোঃ শহীদ মীর,সদস্য সচিব মোঃ ইমরান মিরাজসহ আরও অনেকে। এ সময় নবগঠিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সভাটি সঞ্চালন করেন, উপজেলা যুবদল আহ্বায়ক জাকারিয়া মিলন।