ময়মনসিংহের গফরগাঁওয়ে নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: নূর এ আলম ভুঁইয়া। রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ে মোঃ নূর এ আলম ভুঁইয়ার সাথে সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন আকন্দ ও আজিজুর রহমান রতনের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ নূর এ আলম ভুঁইয়া শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন।