সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ বিরোধী কার্যক্রমের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের পালের বাজারে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এ্যাড. আল ফাতাহ্ খানের নির্দেশে এই সন্ত্রাস- চাঁদাবাজ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে পাঁচভাগ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান মেম্বার, সদস্য আফজারুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বার, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, পাঁচভাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমেদসহ আরো অনেকেই। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের মাদকসেবী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই হবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।গফরগাঁওয়ে সন্ত্রাস- চাঁদাবাজ বিরোধী বিএনপির বিক্ষোভ মিছিল