“নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” প্রতিপাদকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে যশোরের মণিরামপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বিষয়টির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে।
রোববার সকালে মণিরামপুর পৌরশহরে র্যালী শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুরের এসিল্যান্ড মোঃ নিয়াজ মাখদুম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ গোপাল মুখার্জ্জী, দূগার্পদ কুন্ডু মিলন কুমার মল্লিক, মোঃ মিজানুর রহমান প্রমূখ।