হবিগঞ্জের মাধবপুরে অপসাংবাদিকতা ও সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র সমন্বয়ক পরিষদ। রবিনার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মেধাচত্ত্বরে কতিপয় অসাংবাদিক মোজাহিদ মশি, শংকর পাল চৌধুরী, মোঃ মিজানুর রহমান, শহিদুল ইসলাম শান্ত, নাহিদ মিয়া, সুভাষ সরকার, ত্রিপুরারী দেবনাথ গংদের বিরুদ্ধে মামননন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, মোঃ রমজান মিয়া, মাসুম মিয়া ও মিলন মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে কথিত সাংবাদিকরা প্রশাসন ও সাধারণ জনসাধারণকে বিভিন্ন ভাবে হয়রানী করেছেন। মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র জন্মতার আন্দোলন চলাকালে ওই কথিত সাংবাদিকরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাপিয়ে পড়ে। সরকারি সম্পদে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে স্বারক লিপি প্রদান করেন।