ঠাকুরগাঁও রাণীশংকৈলে সনাতন ধর্মের নেতাদের সাথে মত বিনিময় সভা করেছে রাণীশংকৈল উপজেলা বিএনপি। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ৬অক্টোবর রোববার বিকেলে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর নবী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী বিএনপি নেতা মাহমুদুন নবী পান্না বিশ্বাসসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে সনাতন ধর্মের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব,সম্পাদক সাধন বসাক, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু সম্পাদক অনুপ বসাক,হিন্দু ঐক্য পরিষদের নেতা মহাদেব বসাক,প্রশান্ত বসাকসহ ৫৪টি দূর্গা মন্দিরের সভাপতি সম্পাদকগণ। মতবিনিময় সভায় আসন্ন দূর্গা পূজায় যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয়। আর কেউ যদি বিশৃঙ্খলা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে বলে বিএনপি নেতারা আশ্বস্ত করেন। এ ছাড়া দূর্গাপূজা মন্দিরগুলোতে সব ধরনের সহযোগিতা উপজেলা বিএনপির পক্ষ থেকে করা হবে।