খুলনা ওয়াসায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সরদার মো. সাইফুল ইসলাম নামে একজনকে বৈদ্যুতিক মিস্ত্রি থেকে ফোরম্যান পদে পদোন্নতি দেয়া হয়। কিন্তু তিনি কখনোই বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন না। হেড টিউবওয়েল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ১৭ আগস্ট ক্ষমতার অপব্যবহার করে এ পদোন্নতি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে, উল্লিখিত পদোন্নতি বাতিলের দাবিতে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। ওয়াসার সহকারী পাম্প অপারেটর মো. শাহাদাৎ শিকদার ১ অক্টোবর এ অভিযোগ করেন। অভিযোগে তিনি পদোন্নতিপ্রাপ্ত সরদার মো. সাইফুল ইসলাম সংশ্লিষ্ট পদের জন্য অদক্ষ, অযোগ্য, অনভিজ্ঞ এবং ভূয়া সার্টিফিকেটধারী বলে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারী ফোরম্যানের পদটি খালি ছিল। ফোরম্যান পদে পদোন্নতি পাওয়ার প্রয়োজনীয় সকল যোগ্যতা ও অভিজ্ঞতা থাকায় তিনি শূণ্য পদের বিপরীতে আবেদন করেন। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ তার আবেদনটি আমলে না নিয়ে তার চেয়ে অভিজ্ঞতায় ১১ বছরের জুনিয়র সরদার মো. সাইফুল ইসলামকে আওয়ামী লীগের সাবেক মেয়রের মাধ্যমে অনৈতিক ভাবে পদোন্নতি দেয়। তৎকালীন সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক খুলনা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান থাকায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে চাপ প্রয়োগ করে পদোন্নতি দিতে বাধ্য করেন বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার মাধ্যমে ৪ লাখ টাকা চুক্তিও হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সরদার মো. সাইফুল ইসলাম এর কারিগরি সনদসমূহ নাম সর্বস্ব প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ৪ বছর ব্যতিত ডিপ্লোমা সনদ প্রদান করে না। অথচ ফোরম্যান সাইফুল ইসলামের ৬ মাসের ডিপ্লোমা সনদ, যা ভূয়া এবং নকল বলে প্রমাণ দেয়। এমনকি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের যে সনদ তিনি জমা দিয়েছেন তার কোন অস্তিত্বও নেই।
অপরদিকে, বর্তমান ফোরম্যান সরদার মো. সাইফুল ইসলাম ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারী নগরীর বাবুস সালাম মসজিদ পাম্পের মালামাল খোয়া যাওয়ার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দোষি সাব্যস্ত হন। যার শাস্তি স্বরূপ কর্তৃপক্ষের নির্দেশে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারী খুলনা ওয়াসার তহবিলে চুরিকৃত মালামালের ধার্যকৃত ৬ হাজার ৭৩৪ টাকা জমা করেন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে ২০১৮ সালের ২২ ডিসেম্বর কর্মকর্তা ও কর্মচারী চাকরি প্রবিধানমালা ২০১৪ অনুযায়ী কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে দাখিল করার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি লিখিত জবাব প্রদান করেননি। যদিও এ বিষয়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি।
অভিযোগকারী মো. শাহাদাৎ শিকদারের যোগ্যতা থাকা স্বত্বেও ফোরম্যান পদে তাকে পদোন্নতি প্রদান না করায় তিনি বৈষম্যের স্বীকার ও বঞ্চিত হয়েছেন- উল্লেখ করে বলেন, ২০১৬ সালের ১৭ আগস্ট এ পদে দেওয়া পদোন্নতি বাতিল করে এই পদের জন্য দক্ষ যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের আহবান করে পদোন্নতি বোর্ড গঠনপূর্বক পুণরায় পদোন্নতি দিতে হবে। আইনগত সঠিক পন্থায় গুরুত্বপূর্ণ এই পদটিতে যোগ্য ব্যক্তিকে পদোন্নতি প্রদান করা হলে খুলনা ওয়াসার কাজের গতি বৃদ্ধি পাবে এবং বৈষম্য দূর হবে। একই সঙ্গে জেষ্ঠতা লঙ্ঘণ এবং সাইফুল ইসলামের সনদসমূহ নিরিক্ষার দাবি জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, পিইঞ্জকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে ওয়াসার সচীব প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, তিনি খুলনা ওয়াসায় নতুন যোগদান করেছেন। ফলে এ ধরণের অনিয়মের বিষয়ে তিনি অবগত নন। এ ছাড়া এ বিষয়ে কোন অভিযোগের কপি তিনি হাতে পাননি।