শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পাগলা থানার বিভিন্ন ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার রাতে উপজেলার চরশাঁখচূড়া গ্রামে নিজ বাড়িতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আল-ফাতাহ্ খান তার নিজস্ব তহবিল থেকে এসব পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সদস্য শাহনেওয়াজ কবীর বাচ্চু,
জেলা (দক্ষিণ) যুবদলের স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক মোঃ খলিল খান, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, শহীদ সদয় পাল স্মৃতি পূজামন্ডপের সভাপতি শ্রী প্রশান্ত কুমার আচার্য, শ্রী নিখিল চন্দ্র দাস, শ্রী দশভুজা দেব মন্দিরের সভাপতি শ্রী নিমাই চন্দ্র বর্মন, শ্রী শ্রী বড়বাড়ী দেব মন্দিরের সাধারণ সম্পাদক বিদ্যুৎ চন্দ্র বর্মন ও শাঁখচূড়া আমাটিয়া সার্বজনীন পূজামন্ডপে সাধারণ সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাসসহ আরো অনেকেই প্রমুখ।