গাজীপুরের কাপাসিয়ায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সরকারি অনুদান ও পরামর্শ প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির আয়োজনে পূজা উদযাপন কমিটির আহ্বায়ক চিত্ত রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন কমিটির সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র পাল অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোঃ শেফাউল হক। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বাংলাদেশ ইসলামি আন্দোলন কাপাসিয়ার সভাপতি মোঃ নুরুল ইসলাম সরকার, কেন্দ্রীয় ইসলামি আন্দোলন সদস্য এহতেশামুল হক আরিফ প্রধান, বাংলাদেশ হেফাজতে ইসলাম কাপাসিয়া শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, জাতীয় ওলামা দলের সভাপতি শফিকুল ইসলাম আনসারী প্রমুখ।