বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত নাটোরের সিংড়ার শহীদ সোহেল রানা ও শহীদ হৃদয় হোসেন’র পরিবারের মাঝে এক লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শহীদ সোহেল রানার পিতা কৃষক মতলেব আলী ও শহীদ হৃদয় হোসেন এর পিতা রাজু আহমেদ এর হাতে এই নগদ অর্থ তুলে দেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খ্যাত থেকে এই অর্থ সহায়তা দেয়া হয়।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকায় আন্দোলনে গুলিতে নিহত হন উপজেলার সোয়াইড় বালাল দিঘীপাড়ার কৃষক মতলেব আলী-রেহেনা বেগম দম্পত্তির ছেলে পোশাক কারখানার সুপারভাইজার সোহেল রানা ও ছাতারদীঘি গ্রামের রাজু আহমেদ এর ছেলে হৃদয় হোসেন।