পিরোজপুরে নুপুর রানী (৩৫) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা কালিদাস বিশ্বাস। এ ঘটনায় রোববার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন কালিদাস।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছিকটীবাড়ি গ্রামের কালিদাস বিশ্বাসের মেয়ে নুপুর রানীর সাথে পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার শিকারপুরের শান্তি কুন্ডর ছেলে হরিদাস কুন্ডর সাথে বিয়ে হয়। গত ১৩ দিন আগে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। রোববার খুব ভোরে নুপুরের শ্বশুড় বাড়ি থেকে ফোনে নুপুরের অসুস্থতার কথা জানানো হয়। ফোনে বলা হয় নুপুর অসুস্থ হলে তাকে জেলা হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পিতার দাবী তার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এবিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোবহান হোসেন বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবুও নিহতের পিতার অভিযোগে মরদহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।