ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে শহরের শিবনগর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন কালীগঞ্জের শিবনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারের বিষয়টি কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ বলেন।বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ভাংচুরসহ সহ তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা রয়েছে।