ফেসবুকে একাধিক ফেসবুক আইডি খুলে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তমূলক পোস্ট শেয়ারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কুশুলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল আলম এবং কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান থানায় পৃথক জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৫/০৯/২৪ তারিখে বিকেলে দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হাইব্রিড নেতা’, ২৪/০৯/২৪ তারিখ সকাল ১০ টার দিকে ‘মানবতার ফেরিওয়ালা’ এবং অৎরভ চধৎ নামক আইডি থেকে আপত্তিকর ছবি আপলোড করে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দের নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা লিখে পোস্ট করে অপপ্রচার চালায়। এর ফলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপকভাবে মানহানি ঘটছে বলে জিডিতে উল্লেখ করেছেন বিএনপি নেতা শেখ খায়রুল আলম।
অপরদিকে, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান জিডিতে জানান, গত ২৬/০৯/২৪ তারিখ বিকেল ৪ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক একটি ফেসবুক আইডি খুলে সেখানে তার ছবি আপলোড করে দেশের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রকার পোস্ট আপলোড করতে থাকে। ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক আইডি থেকে ভবিষ্যতে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় পোস্ট করে বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে হয়রানি করতে পারে সে আশংকায় থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতা শেখ আবদুর রহমান।
ফেসবুকে একাধিক আইডি খুলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জনপ্রিয় নেতাদের নামে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালানোর ঘটনায় দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের চিহিৃত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।