জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের মতো বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে রোববার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যােগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রংপুর বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আবু জাফর এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ সুবিধাভোগীরা বক্তব্য রাখেন।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বণার্ঢ্য রালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।