বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে আগামী ২১ অক্টোবর।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপণ্ডপরিচালক মো. ফয়সল মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ১০টায় ববি’র নবাগত উপাঁচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির চূড়ান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি কার্যক্রম চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। পাশাপাশি আগামী ২১ অক্টোবর থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১৫শ’ ৭০টি।