হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীর শ্লীলতাহানীর অভিযোগে জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও তার সহযোগিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
আদালতের বিচারকের নির্দেশে থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেছেন। তবে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রহস্যজনক কারণে পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেননি। এনিয়ে মামলার বাদি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাশাপাশি প্রকাশ্যে বাবুগঞ্জ উপজেলার নতুন চর জাহাপুর এলাকার সাদধা ডেইরী ফার্মে হামলা চালিয়ে আটটি গরু জোরপূর্বক ছিনিয়ে নেওয়া, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীর শ্লীলতাহানীর অভিযোগের তদন্ত করে দলীয় পদ থেকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল মালেক সিকদার, সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুনকে বহিস্কারের জোর দাবি উঠেছে।
গতকাল দুপুরে ঠাকুরমল্লিক গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিক মাল অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল মালেক সিকদার ও তার সহযোগিরা অতিসম্প্রতি প্রকাশ্যে আমার বসত বাড়িতে হামলা চালিয়ে দুই ছেলেকে মারধর, ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং আমার স্ত্রী শেফালী বেগমকে শ্লীলতাহানী করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আমার স্ত্রী শেফালী বেগম বাদি হয়ে মালেক সিকদারসহ আটজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করে। আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে অভিযোগটি এজাহারভুক্ত করার জন্য বাবুগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।
সিদ্দিক মাল বলেন, মালেক সিকদার সর্বহারা জিয়া গ্রুপের একজন সক্রিয় নেতা হিসেবে এলাকার সবার কাছে পরিচিত। বিগত সরকারের টানা মেয়াদে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে তার গভীর সখ্যতা ছিলো। গত ৫ আগস্টের পর তিনি (মালেক) ও তার সহযোগিরা প্রকাশ্যে চাঁদাবাজিসহ নানা অপকর্মে মেতে উঠেছে।
এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল মালেক সিকদারের ব্যবহৃত (০১৭১১-২৮৫২২৯) নাম্বারে অসংখ্যবার কল করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম বলেন, আদালতের নির্দেশের পর থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। এরপর থেকেই অভিযুক্ত আসামিরা আত্মগোপন করেছেন।