ময়মনসিংহের গফরগাঁওয়ে সততা সংঘের সদস্য ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থাপনায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।
রোববার দুপুরে তেঁতুলিয়া উচ্চবিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ডাঃ কে এম এহছান, অ্যাডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ রেজোয়ান আহামদ। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল বাশারের সঞ্চালনায়বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লিজা মনি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ২'শ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।