বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে ফলজ, বনজ, ঔষুধি গাছ রোপন ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদেরের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক সরদার আজিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নাজমুল হাসান, শেখ সাইফুল ইসলাম লাচ্চু, মনিরুজ্জামান মন্টু, মোঃ আবদুল হক লিটন,ফয়সাল ইসলাম মানিক, ইউনুচ আলী শেখ, আবু বক্কার মোল্যা, ইমরান খান, মোঃ জসীম উদ্দীন, মোঃ আজিম শেখ, মোহাম্মাদ আলী শেখ, মতিয়ার রহমান, সাইফুল ইসলাম গাজী, শফিকুল ইসলাম গাজী,আয়নাল মোড়ল, আব্দুল্লাহ শেখ, মুরাদ হোসেন, রিয়াদ হোসেন, স্বাধীন শেখ, মোহাম্মাদ সামী, মিজানুর রহমান, মোঃ ফিরোজ, আবু হানিফ, ইউছুফ আলী, আবু তাহের এবং মহিলা কলেজের অধ্যক্ষসহ অন্যান শিক্ষক বৃন্দ উপস্হিত ছিলেন।