ভোলার দৌলতখানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৬ অক্টোবর উপজেলা প্রশাসনের সভা কক্ষে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিস নিয়তি রানী কৈরি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আহসান আহমেদ ঈমন, উপজেলা আইসিটি অফিসার মোঃ নুরুল আমিন, উপজেলা একাডেমি মাধ্যমিক অফিসার রিনা আক্তার, তথ্য সেবা অফিসার জাকিয়া আক্তার, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয় ও দৌলতখান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন ও সংশোধন বিষয় ব্যাপক আলোচনা করেন।