নগরীর পলাশপুর এলাকার রিক্সাচালক রমজান মৃধার (২৮) হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
রোববার বেলা ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল শেষে নিহত রমাজানের পরিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে নিহতের বাবা আলম মৃধা বলেন, মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় নৃশংসভাবে হত্যার পর রমাজানের পরিচয় গোপন করার জন্য মুখমন্ডল ও শরীরে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। ঘটনাটি জানার পর এলাকাবাসী গত বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মামুন হাওলাদারকে আটক করে গনপিটুনী দেওয়ার পর মামুন হত্যার করার কথা স্বীকার করেন। পরবর্তীতে এলাকাবাসী হত্যার সাথে জড়িত একই এলাকার গফফার হাওলাদারের ছেলে মামুন ও তার ভাই সুমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুম হোসেন, সদস্য সচিব হানিফ হাওলাদারসহ নিহতের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত ১ অক্টোবর দুপুরে নগরীর পলাশপুর এলাকার একটি ডোবা থেকে রমজান মৃধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।