পৃথক অভিযানে থানা পুলিশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে। তবে এরমধ্যে ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিএনপির দায়ের করা একটি মামলার এজারভূক্ত আসামি হলেও বাকি তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে জেলার গৌরনদীর টরকী বন্দরের বাসা থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা রাজু আহম্মেদ হারুন হাওলাদারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতর পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশ বাসায় তল্লাশী চালিয়ে কিছুই পায়নি। এমনকি তার (হারুন) বিরুদ্ধে কোন মামলাও নেই। তারপরেও তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সাহাবুদ্দিন জানান, হারুন হাওলাদারকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে একইদিন দিবাগত গভীর রাতে বানারীপাড়া থানায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়ি থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও চাখার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে। বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন জানান, বিএনপি নেতা আনিস মৃধার দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির ও সন্দেহভাজন আসামি মিজানুর রহমান এবং জাকির হোসেন মোল্লা।