গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা বারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
"জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা: রহিমা খাতুন, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেন প্রমুখ। এ সময় কাপাসিয়া সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।