সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনা শেষে সুলতানস ডাইনকে বিভিন্ন অনিয়মের জন্য জরিমানা করল ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জল্লারপাড় সড়কের সুলতানস ডাইনে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ঘন্টাব্যপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যমাল পুরকায়স্থ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাংস রাখার হিমাগর, কাঁচামাল ক্রয়ের কাগজপত্র যথাযথ না থাকায় তিরিশ হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তী সতর্কতার আদেশ দেন।
উল্লেখ্য প্রতিষ্ঠানটির খাবার উৎপাদনের কাঁচামাল ব্যবহারের মান নিয়ে সামাজিক মাধ্যমে সাপ্তাহব্যাপী তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।