সাতক্ষীরার কালিগঞ্জে শাহআলম (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইকালে অস্ত্রসহ যুবক আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা এলাকায়। পিস্তলসহ আটক হৃদয় (৩৬) উপজেলার নলতা ইউনিয়নের পাকইকাড়া গ্রামের নুর ইসলামের ছেলে এবং আহত ব্যবসায়ী শাহ আলম দেবহাটা উপজেলার মাটিকুমরা গ্রামের নজির আলীর ছেলে।
নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকন (৫৫) জানান, শনিবার রাত ১১ টার দিকে নলতা বাজারের বিকাশ এজেন্ট ব্যবসায়ী মাটিকুমরা গ্রামের শাহআলম দোকান বন্ধ করে তার বন্ধু অহিদুল ইসলামের সাথে বাড়ি যাচ্ছিলেন। পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা দু’জনের পথরোধ করে শাহআলমের নিকট থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। শাহআলম দৌঁড়ে পালানোর একপর্যায়ে রফিকুল ইসলাম খোকনের বাড়ির পাশে পৌছালে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি করলে সেটি শরীর ভেদ করে বেরিয়ে যায়। চিৎকার শুনে রফিকুল ইসলাম খোকনের স্ত্রী বাইরে এসে দ্বিতীয়বার গুলি করার প্রস্তুতিকালে হাতে থাকা টর্চলাইট দিয়ে অস্ত্রধারী হৃদয়কে আঘাত করলে মাটিতে পড়ে যায় সে। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুইজন ছিনতাইকারী। এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত ব্যবসায়ী শাহআলমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক হৃদয়কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ হৃদয় নামে এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সাথে জড়িতদের আটকের প্রচেষ্টা চলছে।