ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশঞর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে তালশহর রেলওয়ে ষ্টেশনের সামনে এলাকাবাসী একেঅপরের হাত ধরে দীর্ঘ মানববন্ধনের সূচনা করেন।
মানববন্ধনে মো. শাকিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন তালশহর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার মিয়া, মুজিবুর রহমান, নিয়াজ কাজী,বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ,বিশিষ্ট্য সমাজ সেবক কাজী তোফায়েল আহমেদ, বৈষৈম্য বিরোধী শিক্ষার্থী মো.বিজয় সরকার, রিপন সরকার, সজিব মিয়া, শেখ আজিম,মো.পাপ্পু মিয়া, পার্থীব মিয়া মো. সেলিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, তালশহর রেলওয়ে ষ্টেশনে ৩টি আন্তনগর ট্রেন ও ১টি কমিউটার ট্রেন যাত্রা বিরতি না দেয়া হলে আগামী দিনে এলাকাবাসীর পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান তারা।তিতাস,কালনী,চট্টলাট্রেন যাত্রাবিরতি না দিলে ভবিষ্যতে আমরা আরো কঠোর কর্মসূচি দিব।