জামালপুরের মেলান্দহে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস এবং ভোক্তা অধিকার আইন অবহিতকরণ পৃথক সভা ৬ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করেন-ইউএনও এসএম আলমগীর।
বক্তব্য রাখেন-এসিল্যান্ড জেরিন তাসনিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, আরএমও ডা. সাইফুন্নাহার সানি, অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার, সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, সেনেটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক রাবেয়া ইসলাম, দৈনিক সংবাদের প্রবিন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহ জাহান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।