দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শনিবার ৫ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় উপজেলার গাজীরহাট দূর্গা মন্দির পরিদর্শন ও দূর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন। এবছর উপজেলায় মোট ২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে আসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় জেলা প্রশাসকের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট দূর্গা মন্দিরের সভাপতি শরৎ ঘোষ, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আজগর আলী, ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জনাব জাকির হোসেন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ খাদিজা পারভীন (কনা) প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পূজা পরিষদের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন। সাথে সাথে জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।