চলতি আমন মৌসুমে শৈলকূপা উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করেছে কৃষক। ঘন ঘন বৃষ্টির কারণে কৃষকের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাই আবাদকৃত নিচু এলাকার ধান পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকদের অভিযোগ। শৈলকূপা উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে চলতি আমন মৌসুমে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও১টি পৌরসভা মিলে ২৪ হাজার ৯শ ৪০, হেক্টর জমিতে আমন ধান আবাদ করেছে কৃষক। যার উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১লাখ ৪৯হাজার৬শ ৪০মেট্রিক টন। এবছর ধানের অধিক ফলনের জন্য কৃষকরা ধানী গোল্ড,১৬হাজার ১৯,বিনা - ৭, বিন- ৮৪, ভিত্তি-৭৫, ভিত্তি-১০৩, বিনা-৮৭, হাইব্রিড-১৭০৭, হাইব্রিড এজেড,৭০০৬সহ বিভিন্ন জাতের ধান আবাদ করেছে। সরকারিভাবে ১২শ কৃষকের মধ্যে পাঁচ কেজি করে বীজ ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অধিক পরিমাণে বৃষ্টি হওয়ায় নিচু জমিতে আবাদ করা ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।ইতিমধ্যে উঁচু জমিতে আবাদ করা কিছু জমির ধান পাকতে শুরু করেছে। ধলহহরাচন্দ্র গ্রামের কৃষক শফিউল ইসলাম ও হাঁটুভাঙা গ্রামের বিপুল মন্ডল জানান অধিক বৃষ্টির কারণে আমাদের নিচু জমিতে আবাদ করা ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। সমিতি থেকে লোন নিয়ে আবাদ করেছিলাম ২শতক জমিতে। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে প্রায় ৮০শতক জমির ধান নষ্ট হয়ে গেছে। কুশবাড়িয়া গ্রামের কৃষক আতিয়ার রহমান খান জানান, অতিরিক্ত মাজরা পোকার।কারনে ধানের উৎপাদন কম হবে। ৪/৫ বার ওষুধ দিয়েও মাজরা পোকার আক্রমণ ঠেকানো জায়নি। এ বিষয়ে শৈলকূপা উপজেলা কৃষি অফিসার আকরামুজ্জামান জানান অন্যান্য বছরের চেয়ে এ বছর ধানের উৎপাদন বেশি হবে শৈলকুপায়। মাজারা পোকা ও অতিবৃষ্টির কারণে চাষীদের আবাদ করা ধানের কিছু ক্ষতি হয়েছে। আমরা চাষীদের নিয়ে গ্রাম পর্যায়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দিচ্ছি। সেই সঙ্গে ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসাররা কৃষকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে ও পরামর্শ দিচ্ছে।