টানা ভারী বর্ষণ ও ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢলে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার আমন ধান, মাছের পুকুর, বীজতলা ও ঘর বাড়ি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার খবর পাওয়া গেছে।
গত বোধবার থেকে টানা বষর্ণে কয়েক লক্ষ হেক্টর আমন ধান পানির নিচে। টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে পর পর দু বার প্লাবিত কলমাকান্দা- দূগাপুর বিসৃর্ণ এলাকা। এই অসময়ের বন্যায় কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত। রাস্তা ঘাট ব্রীজ কালভাট পানির নিচে। পানি বন্দী কয়েক হাজার মানুষ।বসত বাড়ির বেশির ভাগ টয়লেট পানির নিচে।গরু ছাগল নিয়ে কৃষকরা বিপাকে। কোথায় রাখবে কি খাওয়াবে। মানুষের চরম দূভোর্গ।আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। টানা বষর্ণ ও পাহাড়ী ঢলে পর পর দু দফায় বিসৃর্ণ এলাকা প্লাবিত হওয়ায় গভীর উৎবেগ ও উৎকণ্ঠা সহিত বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ক্ষতি গ্রস্ত এলাকার মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুর্ণ ব্যক্ত করেছেন এবং ক্ষতি গ্রস্ত এলাকার ক্ষতি কাটিয়ে উঠা, জিনিস পত্রের দাম স্থিতিশীল রাখা মোকাবেলার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় কৃষক মোখলেস, রবি মন্ডল, মঞ্জিল, কাসেমদের ভাষ্য, আমাদের মত ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার প্রয়োজন। আমরা বারে বারেই হেরে যাই হঠাৎ এই আকর্ষিক সৃষ্ট বন্যা ও ভাগ্যের কাছে। ক্ষতিগ্রস্ত এই কৃষকদের পাশে দাঁড়াবার মত কেউ নেই।