বিভাগীয় লেখক পরিষদ নীলফামারী জেলা শাখার কমিটিতে মনি খন্দকার সভাপতি ও হাবিব উল্লাহ বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবের সভাকক্ষে জেলার কবি সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা শেষে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী মো. জুন্নুন। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ বক্তব্য দেন। কবি মনি খন্দকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কবি হাবিব উল্লাহ বিশ্বাস। ৩৫ সদস্যের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক কানু চন্দ্র রায়, অর্থ সম্পাদক হআশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল হোসেন। বিভাগীয় লেখক পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বিশ্বাস জানান, দুই বছরের জন্য এ কমিটি গঠিত হয়েছে। কমিটি ছাড়াও প্রত্যেক উপজেলায় একজন করে সমন্বয়ককে দায়িত্ব দেয়া হয়েছে।