আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে মধ্যপ্রদেশের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম যাত্রা শুরুর অপেক্ষায় থাকলেও, চলতি বছর জুনে ঘরোয়া ক্রিকেট দিয়ে এরইমধ্যে অভিষেক হয়েছে এই মাঠের। বাংলাদেশ-ভারত ম্যাচ হবে পাঁচ নম্বর উইকেটে। এই মাঠে ঘরোয়া লিগে এখন পর্যন্ত হওয়া ১২টি ম্যাচে গড় রান ১৬১। ম্যাচের আগে থাকবে জমকালো উদ্বোধনী। গোয়ালিয়রের উইকেট যেন এক রহস্যময় ধাঁধা। দিন কিংবা রাতের আলোয় ধরন বোঝা দায়। আন্তর্জাতিক অভিষেক ম্যাচ বলেই আলোচনায় কেমন হবে এই ২২ গজ। এ মাঠে মোট ১৬টি উইকেট থাকলেও ম্যাচের জন্য প্রস্তুত ৯টি। যার পাঁচটি কালো আর চারটি লাল মাটির। তার মধ্যে পাঁচ নম্বর উইকেট সাক্ষী হবে ইতিহাসের। বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই মাঠে অবশ্য খেলা হয়েছে ঘরোয়া ক্রিকেট। চলতি বছরের ১৫ থেকে ২৩ জুন এখানে গড়ায় এমপি টি-টোয়েন্টি লিগ। যেখানে ১২ ম্যাচে রান হয়েছে ৩৮৫৬। গড় ইনিংসে রান ১৬১। শতক হয়েছে ৩টা, ফিফটি ১৫। উইকেট পড়েছে ১৫৫। উইকেট নিয়ে শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু মিডিয়া ম্যানেজার রাজিব রিসোদকর বলেন, ‘দেখুন উইকেট নিয়ে আমারাও খুব একটা জানি না। তবে এপিএলের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এই মাঠে প্রথম ইনিংসে ২০০ রানের আশাপাশে স্কোর হয়। আগে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা।’ মাধবরাও সিন্ধিয়ায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে কথা। তাইতো উদ্বোধনীতে চমক দেখাতে চায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচ শুরুর আগে থাকবে আতশবাজী আর লেজার শো। তুলে ধরা হবে স্থানীয় ঐতিহ্য। এ বিষয়ে রাজিব রিসোদকর বলেন, ‘এই মাঠে আমাদের প্রথম ম্যাচ বলে কথা। দর্শকদের জন্য ত্রিশ মিনিটের বেশি উদ্বোধনী আয়োজন থাকবে। মধ্যপ্রদেশ ঐতিহাসিকভাবেই বিখ্যাত। তাইতো উদ্বোধনীতে সে বিষয়ও উঠে আসবে।’ তবে তীব্র গরম হওয়ায় এ মাঠে হওয়া ১২ টি-টোয়েন্টির সবগুলোই হয়েছে ফ্ল্যাডলাইটের নীচে। এ ম্যাচও শুরু স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়। তাইতো থাকছে না গরমের বালাই।