গাজীপুরের কাপাসিয়ায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা রোমান মোল্লাকে নাশকতার পরিকল্পনাকালে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ৫ অক্টোবর শনিবার দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রোমান মোল্লা (৩৭) কাপাসিয়া উপজেলার দস্যুনারায়নপুর গ্ৰামের মৃত আঃ মান্নান মোল্লার ছেলে। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
তাকে কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের দস্যুনারায়নপুর এলাকার আতর আলী পাগলার বাড়ি এলাকা থেকে গত শুক্রবার রাতে গ্ৰেফতার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে (মামলা নং- ২৩) কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। সেই মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১৫০ কে আসামি করা হয়।
মামলার বিবরণে বলা হয়, গত ৪ আগস্ট সকাল ১০.৩০ টার দিকে সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নির্দেশে কয়েকশ' আসামিরা উপজেলার ফকির মজনুশাহ সেতু এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। এসময়ে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এ- কলেজের শিক্ষিকা শামীমা চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের করে। মিছিলটি ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পার্শ্বে পৌছিলে অভিযুক্ত আসামীগন ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামীদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র হইতে গুলি ছুড়িয়া ঘটনাস্থল ত্যাগ করে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দস্যুনারায়নপুর এলাকায় নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ১৭ সেপ্টেম্বর (মামলা নং- ২৩) অজ্ঞাতনামা আসামি হিসেবে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।