আশাশুনি উপজেলার বৈউলা উওরপাড়া বায়তুল মামুর জামে মসজিদে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মসজিদ পরিচলনা কমিটি এ মাহফিলের আয়োজন করে।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন, হাফেজ ক্বারী বুলবুল। দ্বিতীয় বক্তা মাওঃ আবদুল আলিম, মুফতি ফারুক হোসেন। প্রধান অথিতি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি আশাশুনি উপজেলা সহকারী সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম,: বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল ওয়াদুদ, ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাওসুল আজম রাজ, মসজিদের সভাপতি কুরমান আলী, সেক্রেটারি শহিদুল ইসলাম। মাহফিল পরিচলনা করেন মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লা।