আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে যাকারিয়া হত্যা মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। শনিবার গ্রেপ্তারকৃত নজরুলকে আদালতে প্রেরন করা হয়েছে।
বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের এমান আলী সরদারের ছেলে যাকারিয়া হত্যা মামলা নং ৭(০৯)/২৪ এর আসামি নজরুল ইসলামকে মাগুরা জেলার মদনপুর এলাকা থেকে র ্যাব-৬ ও এসআই শাকাওয়াত গ্রেপ্তার করেন।