আশাশুনিতে সন্ত্রাসী, লুটতরাজ, মৎস্যঘের দখল ও কথিত ক্রস ফায়ারের নামে চাঁদাবাজীর অভিযোগে অধ্যক্ষ, সাবেক মেম্বারসহ অন্যান্যের আসামি করে মামলার ঘটনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
আনুলিয়া ইউনিয়ন জামাতের আমীর ও স্থানীয় হাই স্কুলের সহকারী শিক্ষক হারুনর রশিদ বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত নং ০৮, সাতক্ষীরায় দায়েরকৃত সিআর ৩৯২/২৪ (আশা) মামলায় জানাযায়, আসামি (অধ্যক্ষ ড.) শিহাবুদ্দীন, (সাবেক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা) আবু বখ্কর সিদ্দিক ও চেচুয়া গ্রামের আবু দাউদ সানাসহ) সকল আসামিরা বিভিন্ন সময় তাকে আটক করে/করিয়ে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ৩ দফায় ১০ লক্ষ টাকা চাঁদাবাজী করেছেন এবং তাকে দুটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখান হয়।
এব্যাপারে সরজমিনে গেলে কাকবাসিয়া গ্রামের ইয়াকুব আলী বলেন, তাদেরকে (৩ আসামীকে) চাঁদাবাজী বা কোন খারাপ কিছু করতে দেখিনি বা শুনিনি। চাউল ব্যবসায়ী মোস্তফা সানা বলেন, আমার বয়স ৫৯ বছর। আমান জীবনে তাদেরকে চাঁদাবাজী করতে দেখিনি, শুনিনি। বাদীও আগে কোনদিন অমন অভিযোগ আনেনি।
চেচুয়া গ্রামের মোস্তাফিজুর, সৎ চাচা মোবাশ্বির একসরার বৈদ্য দেবনাথ, কাকবাসিয়ার সোহরাব, বাদীর চাচা ইউনুচ গাজী জানান, আমাদের জানামতে অধ্যক্ষ, সাবেক মেম্বার ও আবু দাউদ কখনো চাঁদাবাজী, মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফায়দা লোটা, কারো থেকে টাকা আদায়ের কোন অভিযোগ আমরা দেখিনি, শুনিনি বা জানিনা। ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, আমি কাকবাসিয়া মৎস্য সেটে ৮/৯ বছর ব্যবসা করছি। আমি কোনদিন শুনিনি তারা চাঁদাবাজী করেছেন, কারো সাথে খারাপ আচরণ করেছেন বা রাজনীতির ক্ষমতা দেখিয়ে কিছু করেছেন এমনটি দেখিনি বা শুনিনি। ব্যবসায়ী আবু তালহা বলেন, আমার এজেন্ট ব্যাংক, ৭টি কোম্পানীর ডিলার, ঔষদের দোকান আছে, আমি এলাকার কারো কাছে তাদেরকে চাঁদাবাজীর অভিযোগ শুনিনি বা দেখেনি।
আসামী ড. শিহাব উদ্দীন জানান, আমি বড়দল কলেজের সাবেক অধ্যক্ষ, বর্তমান সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ, আমার স্ত্রী হাই স্কুলের প্রধান শিক্ষিকা, আমার বড়পুত্র মহামান্য হাই কোর্টের এ্যাডভোকেট, মেঝে পুত্র ইঞ্জিনিয়ার ও সরকারি ল্যাব গবেষণাগারে গবেষণা করছে, ছোট পুত্র এমবিবিএস ডাক্তার। বিগত ২০ বছর যাবৎ আমার আওয়ামী লীগের কোন পদ পদবী নেই। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, সে ব্যাপারে আমার কিছুই জানানেই। এলাকার মানুষই ভাল বলতে পারবে। চাঁদাবাজী দূরের কথা কেউ বলতে পারবেনা যে আমি কারো কাছ থেকে এককাপ চা খেয়েছি। বরং বিভিন্ন সময় আমি বাদীকে আর্থিক সাহায্য করেছি।
আসামী সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক বলেন, ২০১৩ সালে বাদীর নেতৃত্বে ২০০/২৫০ মানুষ আমার বাড়িতে হামলা করেছিল। ৫/৬ হার হামলা, ভাংচুর করা হয়। তৎকালীন ওসি ডাকিয়ে মামলি করতে বলেছিলেন, কিন্তু আমি করিনি। আমার একপুত্র আর্মিতে চাকুরীরত। আমি ১৯৮৭ সালে ইউপি সদস্য নির্বাচিত হই। সুনামের সাথে কাজ করেছি। কারো থেকে ৫ টাকা নিয়েছি কেউ বলতে পারবেনা। আমি স্থানীয় হাই স্কুলের ম্যানেজিং কমিটির সহ সভাপতি ছিলাম, বর্তমানে বিদ্যোৎসাহী সদস্য। স্কুলেরর দলাদলির কারণে আমাকো মিথ্যা মিমলায় জড়ানো হয়েছে বলে মনে হয়।
অপর আসামি আবু দাউদ সানা বলেন, আমার নামে ২০১২ সালের নাশকতা মামলা হয় এবং বর্তমানে দুটি নাশকতা মামলার আসামী। আমি জামায়াত করি। জেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ নূরুল আমিন আমার বড় শ্যালক, উপজেলা নেতা আতাউর রহমান আমার মামা। বাদী হারুনের নের্তৃত্বে ১৭ সালে আমার বাড়ি, পুকুর লুটপাট হয়েছিল। এখনো আমার জমি জবর দখল করে রেখেছে। তার সাথে আমাদের মামলা আছে ৪টি, আমিও একটি মামলা করেছি। এসব কারনেই তাকে মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে বলে তিনি দাবী করেন।