“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর ২০২৪ইং উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ চিলমারী শাখার আয়োজনে শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে মুদাফৎথানা এস সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের উপজেলা সমন্বয়ক মোঃ তসবিরুল হক রুমির সভাপতিত্বে চিলমারী প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, চিলমারী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হক, চিলমারী বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান জিয়া, চিলমারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, সোনারী পাড়া মীম ছীন বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা সমন্বয়ক (মিডিয়া) মোঃ নজরুল ইসলাম সাবু, শরিফেরহাট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিন্নাতুল ইসলাম, সিনিয়র শিক্ষক জগদিশ চন্দ্র, থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউর রহমান প্রমুখ।