দিনাজপুরের চিরিরবন্দরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ অক্টোবর শনিবার বেলা ১১ টায় উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ হতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে এ সময় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইউসুফ আলী, প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ রাখেন। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবদুস সালাম নূরী, অনুষ্ঠান সঞ্চালোচনা করেন প্রধান শিক্ষক মোরশেদ উল আলম ও শিক্ষক রেজাউর রহমান বকুল। আলোচনা সভা শেষে কয়েকজন গুনী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।