চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। শিক্ষক দিবস উদযাপন কমিটি এ উপলক্ষে শনিবার ্র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার।
শিক্ষক দিবস উপলক্ষে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈনূদ্দীন মজুমদার।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান জনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মুসলিম উদ্দিন, প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, প্রধান শিক্ষক, শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষক নেতা মোহাম্মদ ফিরোজ চৌধুরী, প্রধান শিক্ষক আবু আকতার, প্রধান শিক্ষক শফিউল আলম, সহকারী শিক্ষক শাহদাৎ হোসোন প্রমূখ।
বক্তারা আলোচনা সভায় শিক্ষকদের প্রতি নানানমূখী বৈষম্যের কথা তুলে ধরে এসব বৈষম্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অভিলম্বে দূরীকরণের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান।