রাতে নিখোঁজের পর বিকেলে পুকুর থেকে এক স্কুলছাত্রের (১৪) ভাসমান লাশ পুলিশ উদ্ধার করেছে। ওই স্কুলছাত্রের নাম সবুজ হোসেন (১৪)। সে হাট মাধনগর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিবে। সবুজ ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুকুরের পাড় থেকে পুলিশ চেইন ও লোহার রড উদ্ধার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত নয়টার পর থেকে নিখোঁজ ছিল সবুজ হোসেন। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হদিস করতে পারেনি। সকাল থেকে পরিবারের পক্ষে পুনরায় খোঁজাখুঁজি শুরু করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে সবুজ হোসেনের ভাসমান লাশ গ্রামের একটি পুকুরে ভাসতে দেখতে পায় এলাকার লোকজন। সেখান থেকে স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পুকুরের পাড় থেকে একটি চেইন ও লোহার রড উদ্ধার করে। পরিবারের লোকজনের অভিযোগ রাতের বেলায় ডেকে নিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা। তাঁদের দাবী, এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে সবুজ হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। ছাত্রীর পরিবার এটা মেনে নিতে পারেনি। এনিয়ে কয়েক দফা হুমকিও দেওয়া হয়েছিল। ওই ছাত্রীকে অন্যত্র বিয়েও দেওয়া হয়। তবে সম্পর্ক ছাড়তে পারেনি তারা। ওই ঘটনার জের ধরে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন। নরদাশ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন প্রেমঘটিত কারণে কিশোরকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।